Home / চাঁদপুর / চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে হট্রগোল
বিএনপির

চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে হট্রগোল

চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে
নেতাদের পক্ষে স্লোগান দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল দেখা দেয়।

২৫ মার্চ বেলা ১২টার দিকে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই হট্টগোলের ঘটনা ঘটে বলে জানা যায়।

ওই সময় দলীয় কার্যালয়ে ২ এপ্রিল চাঁদপুর জেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা চলছিল। ওই সভায় সম্মেলন বিষয়ে সাংগঠনিক আলোচনার জন্য কেন্দ্রীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার এক পর্যায় শেখ ফরিদ আহমেদ মানিক ও ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে স্লোগান দেওয়া নিয়ে দলীয় কার্যালয়ের বাহিরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

জেলা বিএনপি নেতাদের সূত্রে জানা যায় সবাই জেলা বিএনপির নির্ধারিত লোকজন ছাড়া অন্য কেউ থাকার কথা নয়। এক্ষেত্রে সভা বানচাল করার জন্য একটি পক্ষের উস্কানিমূলক স্লোগান দিয়া নিয়ে সাময়িক হট্টগোল হলেও নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয়। তবে এর পিছনে বহিরাগতের ষড়যন্ত্র থাকতে পারে বলে তারা মনে করেন। এর সাথে দলের নেতাকর্মীরা জড়িত থাকার কথা নয়।

স্টাফ করেসপন্ডেট, ২৫ মার্চ ২০২২