Home / চাঁদপুর / চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন ৫ মার্চ : থাকছেন শীর্ষ নেতৃবৃন্দ
চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন ৫ মার্চ : থাকছেন শীর্ষ নেতৃবৃন্দ

চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন ৫ মার্চ : থাকছেন শীর্ষ নেতৃবৃন্দ

চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন আগামি ৫ মার্চ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় বিএনপি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তবে কৌশলগত কারণে শীর্ষ নেতাদের নাম এখন প্রকাশ করছেন না জেলা বিএনপি। সম্মেলন সফল করতে আগামি ২০ ফেব্রুয়ারি বিএনপির বর্ধিত সভা আহ্বান করা হয়েছে।

তবে কোন পর্যায়ে সম্মেলন হবে তা নির্ধারণ করতেই বর্ধিত সভা ডাকা হয়েছে। এবার জেলা বিএনপির সম্মেলন অনেকটাই হয়ে যাওয়া চাঁদপুর জেলা আ’লীগের সম্মেলনের ন্যায় হবে বলে জানা গেছে। কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার মধ্যে দিয়ে সম্মেলনের সম্পন্ন করা হবে বলে বিএনপির নীতি নির্ধারণী সূত্রে জানা গছে।

একারনেই এবারের সম্মেলনের মাধ্যমে ঘোষিত কমিটিতে জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতাই বাদ পড়ছেন বলে দলটির নেতাদের সুত্রে জানা গেছে। দল থেকে সাময়িক বহিষ্কৃত কোন নেতাও স্থান পাচ্ছেনা কমিটিতে। এমনকি দলেও ফিরছেনা তারা।

তবে বিএনপি নেতাকর্মীরা বলছেন আদর্শিক রাজনীতিতে যখন ব্যক্তি বন্ধনার সুযোগ নেই সেখানে সাবেক নেতাদের নিষ্ক্রিয় রেখে প্রথমবারের মতো চাঁদপুরের কম গুরুত্বপূর্ণ ও অনেকটা নেতাকর্মীদের মাঝে অপরিচিত শ্রেণির নেতাদের দিয়ে জেলা বিএনপির কমিটি গঠন করার প্রস্ততি চলছে।

অপরদিকে জেলার রাজনৈতিক মহলের দৃষ্টিতে ’৯০-এর দশক থেকে চাঁদপুরে বিএনপির যে রাজনৈতিক শক্তির উত্থান হয়েছিল তা অনেকটাই কমে আসবে সম্ভাব্য কমিটির মাধ্যমে। আগামি দিনের জেলার রাজনৈতিক মেরুকরণে কৌশলগত ক্ষতির মুখোমুখি হতে পারে বিএনপি এমন অভিমত দিয়েছেন অনেকেই।

তারা বলছেন, বর্তমানে চাঁদপুরের রাজনৈতিক অবস্থানে ক্ষমতাসীন দল আ’লীগের সাংগঠনিক শক্তির কাছে সমমানের দল গড়তে জেলা বিএনপি ব্যর্থ হলে একের পর হারানো সংসদ, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউপি চেয়াম্যান পদ পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে।

ফলে রাজনৈতিক কারণেই প্রকৃত জাতীয়তাবাদী শক্তির জানান দিতে জেলার সাবেক জনপ্রিয়, শীর্ষ নেতা, সংসদ সদস্যসহ সাবেক ছাত্রনেতাদের মূল্যায়ণের মাধ্যমে জেলা বিএনপির কমিটি ঘোষণা করতে কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে তৃণমূলের কর্মী সমর্থকরা।

নিউজ ডেস্ক : আপডেট ০৫:০৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
ডিএইচ