Home / চাঁদপুর / চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
BNP

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

চাঁদপুরে গনতন্ত্র হত্যা দিবস উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩০ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ১৯৯২ সালের ২৪ জানুযারী এরশাদ গনতন্ত্রকে হত্যা করেছিলো। খালেদা জিয়া নেতৃত্বে সেই গনতন্ত্র পুনঃরুদ্ধার করা হয়েছে। আবার সেই শৈরাচার এরশাদের সাথে হাত মিলিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পুনরায় গণতন্ত্রকে হত্যা করেছে। দেশের প্রত্যেকটি নির্বাচনে রাতের অন্ধকারে ভোট চুরি করে নির্বাচিত হয়েছে। ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর দেওয়া হয়। এভাবে আর গণতন্ত্রকে হত্যা করবেন না।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড.সলিম উল্যাহ সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন,যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমানত গাজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড.জাকির হোসেন ফয়সাল, জেলা যুবদলের ভারপ্রপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহেমদ, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা ওলামা দলের সভাপতি মাও. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রদল সভাপতি ঈমান হোসেন গাজী,জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান হাসানাত, জাসাস নেতা শোহেব মোঃ কলিম,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারী।

প্রতিবেদক:আশিক বিন রহিম