চাঁদপুর

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকেল ৪ টায় বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্লা সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক দেওয়ান মো. সফিকুজ্জামানের এবং খলিলুর রহমান গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু, মুনীর চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশীদ, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান হাওলাদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক, সদর উপজেলা যুবদলের আহবায়ক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লা খোকন, জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল আহমেদ বাহার, স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন বাচ্চু, শহর যুবদলের আহবায়ক আব্দুল কাদের বেপারী, জেলা জিয়া মঞ্চের সভাপতি শোয়েব মোঃ কলিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোলেমান ঢালী, থানা ছাত্রদলের আহবায়ক ঈমান হোসেন, শহর ছাত্রদলের আহবায়ক মোঃ ইসমাইল পাটওয়ারী, সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান সোহাগ।

এ সময় বক্তারা বলেন, ৫ জানুয়ারি এদেশের মানুষের ভোটের অধিকার হত্যা করা হয়েছে। শেখ হাসিনার বাবাও গণতন্ত্র হত্যার চেষ্টা করেছিলো। কিন্তু জনগণ সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়নি। শেখ হাসিনার এখন সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছে। অবৈধ সরকার এদশের পুলিশ প্রশসনকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে। জনগণ বিএনপির নেতৃত্বে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়।

তারা আরো বলেন, বিএনপি বিশৃঙ্খলার রাজনীতি পছন্দ করে না। কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কেউ বাধা দিলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয় হবে।

তারা বলেন, এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাঁদপুর জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে দুর্বার আন্দলন গড়ে তোলা হবে। স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত আর সেই আন্দোলনের উত্তাল ঢেউ কেউ থামাতে পারবে না।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

 

 

|| আপডেট: ০৯:০০ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর  

Share