Home / জাতীয় / অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে পেট্রোলপাম্প ও ট্যাংকলরির মালিকরা
Oil

অনির্দিষ্টকালের ধর্মঘটে যাচ্ছে পেট্রোলপাম্প ও ট্যাংকলরির মালিকরা

২ দফা দাবি আদায়ে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ দেশ ব্যাপী লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে। আগামি ৩০ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে দেশব্যাপি এ ধর্মঘট শুরু হবে।

গত ১৯ অক্টোবর দুপুরে রাজধানীর মতিঝিলস্থ একটি ৫ তারকা হোটেল মিলনায়তনে পরিষদের কেন্দ্রীয় কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে।

ঘোষিত কর্মসূচি চলাকালে দেশের প্রতিটি ফিলিং স্টেশন বন্ধ থাকবে এবং ট্যাংকলরি শ্রমিকরা ধর্মঘট পালন করবেন।

এ সময় জ্বালানি তেল উত্তোলন, পরিবহন, বিপনন ও বিক্রিও বন্ধ থাকবে। পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উপ-প্রধান উপদেষ্টা ও সিলেট বিভাগীয় সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর পরিচালনায় যৌথসভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, হুমায়ুন আহমদ, আলহাজ্ব মো. ইউসুফ আলী, অধ্যাপক মো. ফয়জুল ইসলাম, নুরুল ওয়াছে আলতাফী, আব্দুল মুনায়েম চৌধুরী, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, ইনামুল হক রুবেল প্রমুখ।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৭:০০ এএম, ২৩ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply