ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় স্মরণকালের অন্যতম বৃহৎ বিজয় র্যালি। বুধবার বিকেলে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে র্যালিটি জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিজয় র্যালিটি বাস স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে ইলিশ চত্বর, স্টেডিয়াম রোড, মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শপথ চত্বর ও জোড়পুকুর পাড় হয়ে শহরের কেন্দ্রস্থল অতিক্রম করায় কিছু সময়ের জন্যে যানজটের সৃষ্টি হয়। এতে জনসাধারণের চলাচলে সাময়িক অসুবিধা দেখা দেয়। এই পরিস্থিতির জন্যে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম। তিনি বলেন, র্যালির কারণে জনগণের চলাচলে সাময়িক অসুবিধা হয়েছে—আমরা আন্তরিকভাবে দুঃখিত। জনগণের সহযোগিতা ও ধৈর্যের জন্যে আমরা কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে, তবে সাধারণ মানুষের দুর্ভোগ যাতে না হয়, ভবিষ্যতে সে বিষয়ে আমরা আরও সতর্ক থাকবো।
প্রেস বিজ্ঞপ্তি/ ৬ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur