চাঁদপুর

দলীয় কার্যালয়ের ভেতরে চাঁদপুর জেলা বিএনপির গণঅনশন

পুলিশের বাধার মুখে পড়ে দলীয় কার্যালয়ের ভেতরেই চাঁদপুরে গণঅনশন করেছে চাঁদপুর জেলা বিএনপি। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই গণঅনশণ পালন করা হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, একদিকে সংলাপের আলোচনা, অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা। আওয়ামী লীগ সরকারের অভিনয় বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আন্দোলন ছাড়া এ সরকারের পতন হবে না। সংলাপের নামে কালেক্ষপণ করবে সরকার। কোন ছল-চাতুরি আর চলবে না।

বক্তারা আরো বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে এ সরকারের সকল ফরমায়েসী রায় জনগণ প্রত্যাক্ষাণ করেছে। অসুস্থ খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার। একের পর এক সাজায় খালেদা জিয়ার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে এবং সকল ষড়যন্ত্রের মোকাবেলা রাজপথেই হবে। আন্দোলনের জন্য সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যড. সলিম উল্ল্যাহ সেলিম, দেওয়ান সফিকুজ্জামান, ছাত্রনেতা সোহেল গাজী, আরাফাত হোসেন, মামুন খান, রাজিব দাস।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু, ফেরদৌস আলম বাবু, জেলা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক হযরত আলী, জেলা যুবদলের সহ সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সদর উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন সাগর, শহর যুবদলের আহবায়ক শাহানুর বেপারী শানু, পৌর বিএনপির কোষাধক্ষ কাইয়ুম খান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান গাজী, সাধারণ সস্পাদক ঈসমাইল পাটওয়ারী, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি লুৎফুর রহামান সজিব প্রমুখ। এসময় নৌকাডুবির ঘটনায় নিহত সাবেক যুবদল নেতা মজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।

প্রতিবেদক- আশিক বিন রহিম
১ নভেম্বর, ২০১৮

Share