চাঁদপুর

চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক মানিকসহ ৩ জনকে জেলহাজতে প্রেরণ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০১৫, ০২ : ০৯ পিএম

শরীফুল ইসলাম, চাঁদপুর :

মঙ্গলবার চাঁদপুর আদালতে হাজিরা দিতে এসে চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৩ নেতা গ্রেফতার হয়েছেন।

একই মামলায় চাঁদপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মাঝি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেনকেও জামিনের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। একই দিন জিআর ১৫ নং একটি মামলায় তাদেরকে জামিন দেয়া হয়েছে।

মামলার আইনজীবী সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ রাতে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় ট্রাকে পেট্রোল বোমা মেরে তিনজনকে হত্যার ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়।

১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইম বিল্লাহর আদালতে হাজির হয়ে আসামীদের উপস্থিতিতে তাদের পক্ষে আইনজীবীগণ জামিন চাইলে, আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন ।

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. সেলিমউল্যাহ সেলিম চাঁদপুর টাইমসকে জানান, এ মামলায় প্রায় সব আসামি জামিনে রয়েছে। বিএনপির আহ্বায়কসহ অন্য দু’জনও উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার ধার্য তারিখে তারা আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চান। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/এমআরআর/২০১৫

Share