আশিক বিন রহিম :
চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেছেন, ‘সকল সরকারি দপ্তরের একে অপরের পরস্পরিক সহযোগিতা বিনিময়ের ক্ষেত্রে চাঁদপুর জেলা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ। এখানে প্রতিটি দপ্তরে কর্মকর্তার মধ্যে পারস্পরিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো বলেই আমি আমার দায়িত্ব ভালো করে পালন করেতে পেরেছি।’
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে নতুন যোগদানকৃত জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
বিদায়ী জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন আরো বলেন, ‘আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে চাঁদপুরের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে কাজ করা অবস্থায় আপনাদের সকলের সহযোগিতা পেয়েছি বলেই আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। আমি চাঁদপুরবাসীসহ আমার দপ্তরের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীয় জাটকা সপ্তাহ ও নৌ-র্যালীতে বড় স্টেশন মোলহেডে ১০ হাজার জেলের স্থলে ১২ হাজার জেলে সমাগম করতে সক্ষম হয়েছি। মা ইলিশ নিধন বন্ধে ক্রেতাদেরকেও শাস্তির আওতায় এনেছি। এতে করে রাতারাতি মা ইলিশ ক্রয় বিক্রয় বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে আমরা প্রশংসিত হয়েছি। চাঁদপুরে দায়িত্বকালীন সময়ে আপনারা আমাাকে যেভাবে সহযোগিতা করেছেন ঠিক তেমনিভাবে নবাগত জেলা প্রশাসককেও আপনারা একইভাবে সহযোগিতা করবেন বলে আশা করি।’
পরিশেষে তিনি চাঁদপুরবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন। বৃহস্পতিবার চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় চাঁদপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপডেট : বাংলাদেশ সময় : ১০:০৩ অপরাহ্ন, ১৮ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ০২ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি