Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / চাঁদপুর জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভা ও ইফতার
বঙ্গবন্ধু

চাঁদপুর জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভা ও ইফতার

চাঁদপুরর জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর নব-গঠিত কমিটির পরিচিতি সভা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরীসহ তাদের পরিবারবর্গের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার ছেংগারচর পৌর যুবলীগের কার্যালয়ে জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শাখার নব-গঠিত কমিটির পরিচিতি সভা,ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ইদ্রিস আলী দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাদল ঢালীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, উপজেলা শ্রমিকলীগ নেতা মোঃ শামীম প্রধান,সাদুল্যাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আক্তার ঢালী, সাধারণ সম্পাদক আরিফুল হক খোকা,সাধারণ মতলব উত্তর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট শাখার সভাপতি মোঃ জিয়া হোসেন জিসান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রধান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা কমিটির সহ-সভাপতি মেঃ মোবারক হোসেন, পৌর আ’লীগের ৫নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক মোসলেম দেওয়ান, প্রমূক।

এসময় উপস্থিত ছিলেন,ছেংগারচর পৌর আ’লীগ নেতা চাঁন মিয়া সরকার, পৌর কৃষকলীগ নেতা আব্দুল কাদির প্রধান, দূর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, মৎস্যজীবিলীগের সহ-সম্পাদক ইমরান হোসেন খান, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হুমায়ন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা ইমতিয়জ সরকার বাতেন, বাবু প্রমানিক,হোসেন প্রমানিক,যুবলীগ নেতা মোঃ সোহেল রানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াদ প্রধান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শান্তা ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রাজিব খান, উপ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ শান্ত বকাউল, সদস্য- মোঃ কবির কবিরাজ, আবুল কালাম মুফতি, আক্তার হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন নেতাকর্মীদেরকে কাজ করার অঙ্গিকার করেন। একই সাথে সামনের ২০২৩ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী করতে সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগণের কাছে তুলে ধরার উপর গুরুত্বরোপ করেন।

বক্তারা আরও বলেন, এই মতলবের যত উন্নয়ন হয়েছে, তা মোফজ্জল চৌধুরী মায়া বীর বিক্রমের অবদান। তিনি আধুনিক মতলবের রুপকার। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এই মতলকে মিনি সিঙ্গাপুরের রুপান্তরিত করার লক্ষে কাজ শুরু করেছিলেন। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি আবার নৌকার মাঝি হয়ে এই মতলকে মিনি সিঙ্গাপুরে পরিণত করবেন ইনশাল্লাহ। আমরা চাঁদপুর জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিটি নেতাকর্মী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নির্দেশনায় ও আমাদের তরুন ও যুবসমাজের অহংকার সাজেদুল হোসেন চৌধুরী দিপু ভাইয়ের নেতৃত্বে চাঁদপুর-২ আসন প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিব। সে লক্ষে আমরা আজকের থেকে মাঠে কাজ করবো। ইনশাল্লাহ ২০২৩ সালের ডিসেম্বরের দ্বাদশ সংসদ নির্বাচনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি হয়ে মন্ত্রী হবেন।

তারা আরও জানান, চাঁদপুর জেলার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবো।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ২০ এপ্রিল ২০২৩