বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের রেডচিলি চাইনিজে সাধারণ সভায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি এম এ লতিফ।
সাধারণ সভায় সাধারণ সম্পাদক কে এম মাসুদের পরিচালায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সিনিয়র যুগ্ম সম্পাদক মাজহরুল ইমলাম অনিক। বার্ষিক আয় ব্যায় হিসাব তুলে ধরেন অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ- সভাপতি অভিজিত রায়, শাওন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক শরীফু্ল ইসলাম, সংগঠনিক সম্পাদক এস এম সোহেল, দপ্তর সম্পাদক কবির হোরসন মিজি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদ হোসেন অপু, কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট চৌধুরী ইয়াছিন ইকরাম, বাদল মজুমদার, তালহা জুবায়ের, সম্মানিত সদস্য বিমল চৌধুরী, মিজানুর রহমান লিটন, শেখ আল মামুন, কাদের পলাশ, জামাল আখন্দ, এম এম কামাল, সজীব খান, মোঃ মাসুদ আলম, শাহরিয়ার খান কৌশিক, আশিক বিন রহিম, মুহাম্মদ;বাদশা ভূঁইয়া, আনোয়ারুল হক, এইচ এম নিজাম, ইমাম হোসেন গাজী, মোঃ ইব্রাহিম খান।
সভার সকলের সম্মতিক্রমে আগামী ১১ মার্চ শনিবার সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহমান ও পবিত্র গীতা পাঠ করেন সম্মানিত সদস্য বিমল চৌধুরী।
স্টাফ করেসপন্ডেট, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur