চাঁদপুর

চাঁদপুর জেলা প্রশাসনের‘সততা স্টোর’এর কার্যক্রম অব্যাহত

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গড়ে তোলা ‘সততা স্টোর’- আজ ১৫ দিন যাবত সার্বিক তত্বাবধায়ন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ এবং স্বেচ্ছাসেবকগণ দ্বারা পরিচালিত হচ্ছে।

আজ ২৮ এপ্রিল ২টা পর্যন্ত মিলে প্রায় দেড় হাজার ক্রেতা এ স্টোর থেকে পণ্য নিয়েছেন। প্রয়োজনীয় ১১ টি খাদ্যপণ্য। মধ্যবিত্ত,নিম্ন-মধ্যবিত্ত আর হতদরিদ্র পরিবারের লোকেরা বিশেষ ছাড়মূল্যে সেখান থেকে পণ্য ক্রয় করছেন।এ ক্রয়-বিক্রয়ের সময় সততা স্টোরে থাকছে না কোন দোকানি। ক্রেতা নিজেই পণ্য কিনে টাকা রাখছেন নির্ধারিত বাক্সে।

প্রসঙ্গত, ১৪ এপ্রিল বুধবার ৩ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ সততা স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। করােনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সরকার ঘোষিত কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন-যাপন যখন চিন্তাগ্রস্থ ঠিক সেই মুহূর্তে এমন সততা স্টোর তাদের মনে কিছুটা হলেও প্রশান্তি ঢালতে পারে। গত বছরের ন্যায় এবারও চাঁদপুরে লকডাউন চলাকালে নিত্যপ্রয়োেজনীয় পণ্য সুলভমূল্যে বিক্রি করতে জেলা প্রশাসনের পরিচালনায় সততা স্টোর চালু করা হয়েছে।

এদিকে ভ্রাম্যমান দুধ,ডিম ও মাংস্ বিক্রি চলছে জেলা সদরের বিভিন্ন সড়কের মোড়ে ও বাসস্ট্যান্ড । প্রতিদিন দুপুর থেকে বিকেল ৩ টা পর্যন্ত ৩টি পিকআপ ভ্যানে বাংলাদেশ ডেইরি ও পল্টিফার্ম এসোসিয়েশন চাঁদপুর ও জেলা প্রাণিসম্পদ ও ডেয়রি উন্নয়ন প্রকল্প এর মাধ্যমে পরিচালিত হচ্ছে ।

আবদুল গনি, ২৮ এপ্রিল ২০২১

এজি

Share