চাঁদপুর

চাঁদপুর জেলা প্রশাসনের সাথে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা

গৃহ ও ভূমিহীনদের বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসনের সাথে ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘আমরা সকলে একত্রিত হয়ে ইউনিয়নের উন্নয়ন করব। ইউনিয়ন পরিষদের যতগুলো সেক্টর (বিভাগ) রয়েছে তা সর্ম্পূর্নভাবে কার্যক্রম পরিচালনা করতে সকলকে কাধেঁ কাধঁ রেখে কাজ করতে হবে। আপনাদের ইউনিয়নের (ইউডিসি) যে ইউনিয়ন সেবা কেন্দ্র রয়েছে তার দিকে সকলকে খেয়াল রাখতে হবে। ইউনিয়নের উন্নয়নের মাধ্যমে দেশ উন্নয়ন হতে পারে। সরকার দেশের উন্নয়নের জন্য যে পদক্ষেপ নিয়েছেন তা ইউনিয়ন পরিষদের মাধ্যমে কিছুটা বাস্তবায়ন হবে।

তিনি আরো বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সাধারণ জনগন যেন সঠিক সেবা পান সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা আমরা সকলেই জনপ্রতিনিধি। সরকারের উন্নয়নের কার্যক্রম সঠিকভাবে জনগনের মাঝে পৌছে দেওয়াই হল আমাদের লক্ষ্য।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন এলজিইডির উপ পরিচালক ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম, ৩নং কল্যানপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাল, ১০নং লক্ষিপুর মডেল ইউনিয়ন চেয়ারম্যান সেলিম খান, ইব্রাহিমপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, ৮নং বাগাদী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলী পাঠান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান স্বপন মাহমুদ, মৈশাদী ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ সালেহ, ফরিদগঞ্জ উপজেলা ১৫ নং রূপসা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলার ইউনিয়ন পর্যায়ের সকল চেয়ারম্যানগণ।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

।। আপডেট : ১:২০ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫, বুধবার

ডিএইচ

Share