চাঁদপুর

চাঁদপুর জেলা প্রশাসনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ

চাঁদপুরে বর্নাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিয়েকে না বলার শপথ পাঠের মাধ্যমে কয়েক হাজার শিক্ষার্থীসহ চাঁদপুরবাসী বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে।

বর্ষবরণ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় চাঁদপুর হাসান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণির নারী পুরুষ ও শিশুদের নিয়ে শহরে এক বর্নাঢ্য শোভা যাত্রা বের করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল প্রধান অতিথি হিসেবে এ শোভা যাত্রার উদ্বোধন করেন।

পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন শেষে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়ার পাড়ে জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপি বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার উপস্থিত সকল শিক্ষার্থীকে জঙ্গিবাদ,মাদক ও বাল্য বিয়েকে না বলে শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী।

এছাড়া বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান নতুন বর্ষকে বরণ করতে পৃথক পৃথক নানা অনুষ্ঠানের আয়োজন করেন।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৪: ২৩ পিএম, ১৪ এপ্রিল ২০১৭, শুক্রবার
ডিএইচ

Share