চাঁদপুর

চাঁদপুর জেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিল

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ মে) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর ক্লাব মিলনায়তনে মাহে রমজানের ২য় দিনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, চাঁদপুর পৌরসভা, প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

দোয়া ও ইফতার মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল সকলের কাছে দেশ বাসীর জন্য দোয়া কামনা করেন।

তিনি বলেন, ঘর্ণিঝড় মোরা কারনে চাঁদপুরসহ সকল উপকূলীয় অঞ্চলে ১০ নাম্বার বিপদ সংকেত দেওয়া হয়েছে। সকল উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানগন তার নিজ এলাকায় যে সকল সাইক্লোন সেন্টার রয়েছে। সেগুলোতে জরুরী ভিত্তিতে জন সাধারণ কে স্থানান্তর করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। আলোচনা সভা শেষে দোয় ও মোনাজাত করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাও. মোশারফ হোসেন।

এ সময় পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্তার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সেলিম মিয়া, সির্ভিল সার্জন ডা. মতিউর রহমান, নৌ পুলিশ সুপার সুভ্রত হালদার, স্বাধীনতা প্রদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এম এ মতিন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন, চাঁদপুর স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্দ আব্দুল হাই, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, সদর উপজেলা সহকারি কমিশানর ভূমি অভিষেক দাস, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, জালাল চৌধুরী, শাহ মো. মাকসুদুল আলম, শহীদ পাটওয়ারী, বি এম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটা: রোকনুজামান রোকন, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রমিদ মজুমদার, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু সায়েদ সরকার, মতলব দক্ষিন উপজেলা চেয়ারম্যান সিরাজুর মোস্তফা তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদার, সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান ভূঁইয়া, সাবেক সভাপতি এড. জহিরুল ইসলাম, চাঁদপুর ক্লাবের সাধারণ সম্পাদক ডা. মো. শহীদুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, জেলা ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ ওলি, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি কানিজ ফাতেমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান, নাজনীন সুলতানা, নুশরাত শারমীন, আবিদা সুলতানা, মো. মাহবুবুর রহমান, মারুফা সুলতানা খান হিরা মনিসহ রাজনৈতিক, সামাজিক, সাংবাদিকসহ বিভিন্ন গর্ণমান্য ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৪০ পিএম, ২৯ মে ২০১৭, সোমবার
ডিএইচ

Share