Home / চাঁদপুর / চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে হ্রাসকৃত মূল্যে ১২ টি পণ্য
store

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে হ্রাসকৃত মূল্যে ১২ টি পণ্য

করোনা ভাইরাস মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের জন্য চাঁদপুর জেলা প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় ১২ টি পণ্যের হ্রাসকৃত মূল্যে বিক্রির জন্যে সততা স্টোর চালু করেছে। যা আজও চলমান রয়েছে ।

প্রতিটি পণ্যের মূল্য সংযোজন করা হযেছে । ক্রেতা পণ্যের মূল্য দেখে তা পরিশোধ করবে। তবে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের ক’জন কর্মচারী সার্বিক সহায়তা দিযে যাচ্ছে ।

সরকা‌রের নি‌র্দেশনা জা‌রির পর জনশূন্য হয়ে প‌ড়ে‌ছে সড়ক ও জনপথ। এ‌তে দু‌র্ভো‌গে প‌ড়ে‌ছে নিন্মআয়ের খে‌টে খাওয়া মানুষ। তা‌দের কথা মাথায় রে‌খে চাঁদপুর জেলা প্রশাসন এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

২৬ মার্চ বৃহস্প‌তিবার সকাল থে‌কে জেলা প্রশাস‌ক কার্যাল‌য় প্রাঙ্গ‌ণে নিন্ম আয়ের মানু‌ষের হ্রাসকৃত মূ‌ল্যে পণ্য কিন‌তে ভীড় দেখা যায়। ত‌বে সে ভিড় ছিল শৃঙ্খ‌লিতভাবে ৩ ফুট দূরত্ব বজায় রে‌খে খাদ্য পণ্য ক্রয় ক‌রে ক্রেতা সাধারণ।

সততা স্টোরে গু‌টি চাউল ৩২ টাকা, পা‌রিজা চাউল ৩৫ টাকা, পেয়াজ ৩৮ টাকা, লবন ১৫ টাকা, আলু ১৬, আটা দু’কে‌জির প্যা‌কেট ৬৫ টাকা,রসুন ৬৫ টাকা, সয়া‌বিন তেল ১০০ টাকা, স‌রিষার তেল, চি‌নি, মসুরের ডাল ও আদা স্বল্প মূ‌ল্যে পাওয়া‌ যা‌চ্ছে।

করেসপন্ডেন্ট , ২৭ মার্চ ২০২০