Home / চাঁদপুর / চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মে দিবস
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মে দিবস

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মে দিবস

মহান মে দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে রোববার বেলা ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আব্দুল্লাহ মো. মঞ্জুরুল করিম।

তিনি বলেন, এবারের শ্রমিক দিবসের প্রতিপাদ্য বিষয় হলো, শ্রমিক দিবসের মর্মবাণী, মালিক শ্রমিক ঐক্য জানি। এ প্রতিপাদ্য বিষয়ের দৃষ্টি রাখলেই আমরা জানতে পারি যে, মলিক-শ্রমিককে অবশ্যই এক কাতারে দাঁড়াতে হবে। বর্তমা সরকার শ্রমিক বান্ধব সরকার। তাই সরকার শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে মেনে নেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিটুস লরেন্স চিরান, শ্রমিক নেতা আনোয়ার মুন্সি, বাবুল মিজি, বিপ্লব সরকার, খাকন মজুমদার প্রমুখ ।

এসময় জেলার অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

]আশিক বিন রহিম[/author] : আপডেট ২:৪২ পিএম, ০১ মে ২০১৬, রোববার
ডিএইচ