Home / চাঁদপুর / চাঁদপুর জেলা প্রশাসকে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শুভেচ্ছা
চাঁদপুর জেলা প্রশাসকে শুভেচ্ছা

চাঁদপুর জেলা প্রশাসকে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শুভেচ্ছা

আইসিটির মাধ্যমে নাগরিক সেবা প্রদানে দেশসেরা চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলকে বুধবার (২ অক্টোর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় কলেজ গভণিং বর্ডি ও শিক্ষক পরিষদের সদস্যদের উপস্থিতিতে জেলা প্রশাসককে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পক্ষ থেকে, অধ্যক্ষ মো. মাসুদ আহমেদ ফুলেল শুভেচ্ছা ও ক্রেস প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের অধ্যাপক স্বপন কুমার পাল, মো. সেলিম অধ্যাপিকা নাজমা আক্তার, গভণিং বর্ডির সদস্য সালাউদ্দিন ফারুক, শুকু মিয়া (হাজিগঞ্জ পৌর প্যানেল মেয়র), তালেব মেম্বার, মাহমুদ আহমেদ মিঠু (কলেজ প্রতিষ্ঠাতা সদস্য), আবুল বাশার, শাহজামাল, আকবর হোসেন প্রমুখ।

।। আপডটে, বাংলাদশে সময় ৯: ১৭ পিএম, ২ নভেম্বর ২০১৬, বুধবার
এইউ

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]

Leave a Reply