মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে একটি বাড়ি একটি খামার অন্যতম । চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ২৩ নভেম্বর সোমবার সকাল ১১ টায় একটি বাড়ি একটি খামার সার্বিক পরিস্থিতি ,ঋণ বিতরণ, আদায় ও জেলার সকল উপজেলার অগ্রগতি পর্যালোচনায় এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমন্বয়কারী জীবন চন্দ্র রায় সভায় সভাপত্বি করেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুল্লাহ আল মাহমুদ জামান। চাঁদপুর জেলার সকল উপজেলার উপজেলা সমন্বয়কারী এ সভায় উপস্থিত ছিলেন ।
আবদুল গনি , ২৩ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur