Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / চাঁদপুর জেলা প্রশাসকের তাৎক্ষণিক সিদ্ধান্তে মতলব ফেরি চালু
Feri-motlob
ফাইল ছবি

চাঁদপুর জেলা প্রশাসকের তাৎক্ষণিক সিদ্ধান্তে মতলব ফেরি চালু

চাঁপদুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের তাৎক্ষণিক সিদ্ধান্তে মতলবের ধনাগোদা নদীর ফেরিঘাট বিকল হওয়ার পর পুনারায় চালু হয়।

রোববার বেলা সাড়ে ১১টায় হঠাৎ করে উত্তর পাড়ের পন্টুন তলা ফেটে পানিতে ডুবে যাওয়ায় মেঘনা ধনাগোদা নদীতে গতকাল রোববার ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

এতে রোববার বেলা সাড়ে ১১টা থেকে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় নদীর উত্তর ও দক্ষিণ পাড়ে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে য্য়া।

সংবাদ পেয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে জনগনের দুর্ভোগে দেখে বিষয়টি চাঁদপুর জেলা প্রশাসককে অবহিত করেন।

জেলা প্রশাসক সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাকে মতলবরে ফেরিটি দ্রুত সচল করার জন্যে নিদের্শ দেন। সোমবার (১১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রসঙ্গক্রমে দ্রুত ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেন।

চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘পন্টুন তলা ফেটে পানিতে ডুবে যাওয়ায় পানির ওপরে তুলতে বিলম্ব হয়। অনেকে চেষ্টা করার পর রাত আড়াইটায় ফেরির পন্টুন মেরামতের পর পুনরায় চালু হলে যানবাহন চলাচল শুরু করে।’

এ সংক্রান্ত আগের প্রতিবেদন- মতলবে ফেরী চলাচল বন্ধ : ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

প্রতিবেদক- মাহফুজ মল্লিক

Leave a Reply