চাঁদপুর

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে চাঁদপুর জেলা পুজা উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর,বুধবার বিকেলে চাঁদপুর শ্রী শ্রী কালিবাড়ি মন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি নরেন্দ্র নারায়ন চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

বক্তারা বলেন,বৈশ্বিক মহামারীর এই ক্লান্তিকালে শারদীয় দুর্গাপুজায় উৎসবের বাহুল্যতা বর্জন করে স্বাস্হ্যবিধি মেনে পূজা উদযাপনের লক্ষ্যে এ মতবিনিময়।

স্ব স্ব পুজা মন্ডপে কাছা কাছি স্থানে প্রতিমা বিসর্জন দিব। কোনো ভাবে ইকো সাউন্ড সিস্টেম বাজানো যাবে না। শুধু মাত্র ঢাক ডোল বাজিয়ে বিসর্জন দিতে হবে। কেন্দ্রীয় কমিটির ২৬টি নির্দেশনা মেনে পূজা করতে হবে।

রনজিত সাহা মুন্নার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি অজিত সাহা, বিমল চৌধুরী যুগ্ম সম্পাদক, গোপাল চন্দ্র সাহা সাংঠনিক সম্পাদক, কার্তিক সরকার সহ সাংগঠনিক সম্পাদক, অ্যাড. রনজিত রায় চৌধুরী, সদর উপ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, শ্যামল চন্দ্র দাস মতলব উত্তর উপজেলা পূজা পরিষদের সাধারন সম্পাদক, , বিবেক লাল মজুমদার, হাইমচর উপজেলা পূজা পরিষদের সভাপতি হিতেষ শর্মা, ফরিদগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি লিটন দাস, নতুন ববাজার পালপাড়া শীতলা মন্দিরের পক্ষে নির্মল পাল, মেথা রোড মিনার্ভা পূজা মন্ডপের পক্ষে বুলি চক্রবর্তী, কিশোর সিংহ রায় প্রমুখ।

প্রতিবেদক:আশিক বিন রহিম,৩০ সেপ্টেম্বর ২০২০

Share