চাঁদপুর

প্রবাসীদের জন্য চাঁদপুর জেলা পুলিশ সহায়তা সেল : এএসপি

চাঁদপুর জেলা পুলিশ প্রবাসীদের জন্য সহায়তা সেল গঠন করেছে । প্রবাসীদের পরিবাররা যে কোন সমস্যায় পড়লে যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে দ্রুত আইনি সহায়তা দেয়া হবে। কারণ তারা বিদেশের মাটিতে থেকে কষ্ট করে আমাদের দেশে র‌্যামিট্যান্স পাঠায়।

১৯ জানুয়ারি রোববার সকালে চাঁদপুর জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মিজানুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, চাঁদপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা আন্তরিকভাবে কাজ করছি। বর্তমান সরকার পুলিশ বাহিনীসহ দেশের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন করছে। চাঁদপুর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর।

সমন্বয় কমিটির সভায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান অভিযোগ করে বলেন, আমার উপজেলায় সরকারি দপ্তর যেসব উন্নয়ন কাজ করেন, সেসব কাজ আমাদেরকে জানানো প্রয়োজন। উন্নয়নমূলক কাজের বিষয়ে জনপ্রতিনিধি হিসেবে আমরা যদি না জানি, তাহলে জনগণ কিভাবে জানবে।

অতিরিক্ত জেলা প্রশাসক এসএম জাকারিয়ার পরিচালনায়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আজিজুল হক, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী কায়সার ইবনে সাঈদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ কুদ্দুস, দক্ষিণ এর চেয়ারম্যান, এ এইচ এম গিয়াস উদ্দিন সহ বিভিন্ন উপজেলা নির্বাহি কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার, সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

উন্নয়ন কমিটির সভায় জেলা প্রশাসকের সরকারি দপ্তরের মধ্যে গণপূর্ত বিভাগ, সড়ক বিভাগ, এলজিইডি, কৃষি, স্বাস্থ্য ও পরিবেশ অধিদপ্তরের যেসব কাজ চলমান রয়েছে সেসব কাজ গুলোর মান বজায় রেখে দ্রুত বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

আরো দেখুন- অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ১৯ জানুয়ারি ২০২০

Share