আগামি বুধবার (৮ মার্চ) বেলা আড়াইটায় চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে পুলিশের ‘‘বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা’ এবং সকাল সাড়ে ১০টায় চাঁদপুর উত্তর পশ্চিম তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশ অনুষ্ঠিত হবে।
জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উক্ত ক্রীড়া অনুষ্ঠান ও সমাবেশে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), এডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয় প্রধান অতিথি হিসেবে এবং জনাব মোহা. শফিকুল ইসলাম, বিপিএম, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের উচ্চ পদস্থ এ দুই পুলিশ কর্মকর্তা মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক হিসেবে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে স্থাপিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ ভাস্কর্যে ৭ই মার্চ উপলক্ষে রাত ০৮ টায় শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ০৯: ০০ পিএম, ০৬ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur