চাঁদপুর

চাঁদপুর জেলা পুলিশের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট :
মাহে রমজানে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ ও যথার্থ আয়োজনে বুধবার চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বাবুরহাট পুলিশ লাইনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার আগত অতিথিদের উদ্দেশ্যে বলেন, ‘চাঁদপুর জেলা পুলিশের আজকের এ ইফতারের আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন এজন্য আমি জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের প্রত্যেকের সুশৃঙ্খল জীবনযাপনের প্রত্যাশা ব্যক্ত করছি।’

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল, চাঁদপুর জেলা দায়রা জজ মো. মফিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, জেলার সকল উপজেলা চেয়ারম্যানগণ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীলসমাজ ও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ইফতারপূর্ব মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাও. আব্দুস সালাম।

আপডেট :   বাংলাদেশ সময় : ১০:০১ অপরাহ্ন, ২৩ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বুধবার ০৮ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share