চাঁদপুরে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি-২) জেলা পর্যায়ের কর্মশালা রোববার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও চাঁদপুর এলজিএসপি-২ জেলা ফ্যাসিলিটেটর এস.এম.শাহরিয়ার রহমানের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল ।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আবদুল্লাহ মাঞ্জুরুল করিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী ।
কর্মশালায় জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকও সুধীজন অংশ নেয় । কর্মশালায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পে জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহন নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয় ।
: আপডেট ৩:১৬ পিএম, ১৩ মার্চ ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur