চাঁদপুর জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি রাসেল সম্পাদক মুক্তার
বাংলাদেশ জেলা পরিষদ কেন্দ্রীয় কর্মকর্তা-কর্মচারী সমিতির আওতাধীন চাঁদপুর জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি পদে শেখ মো. মহিউদ্দিন আহম্মেদ (রাসেল) ও সাধারন সম্পাদক পদে মো. মুক্তার হোসেন মজুমদার নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার চাঁদপুর জেলা পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা এ পদে মনোনীত করা হয়।
প্রশাসনিক কর্মকর্তা শেখ মো. মহিউদ্দিন আহম্মেদ (রাসেল) চাঁদপুর জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি পদে ছাড়াও তিনি বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
কচুয়ার কৃতি সন্তান, চাঁদপুর জেলা পরিষদের উচ্চমান সহকারী মো. মুক্তার হোসেন মজুমদার ও বাংলাদেশ জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।
এদিকে শেখ মো. মহিউদ্দিন আহম্মেদ (রাসেল) চাঁদপুর জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি পদে ও মো. মুক্তার হোসেন মজুমদার চাঁদপুর জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতির সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৪ জানুয়ারি ২০২৬