Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / ‘চাঁদপুর জেলা পরিষদ মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাশে থাকবে’
‘চাঁদপুর জেলা পরিষদ মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাশে থাকবে’

‘চাঁদপুর জেলা পরিষদ মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাশে থাকবে’

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ ওচমান গনি পাটওয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কারণেই আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি। মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবেন, বাঙালি জাতি ততদিন আপনাদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ রাখবে।

তিনি আরো বলেন, চাঁদপুর জেলা পরিষদ সব সময় মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাশে থাকবে। আপনারা আমাদের কাছে চাইতে হবে না, আমরাই আপনাদের জন্য যা যা প্রয়োজন তা নিয়ে আপনাদের পাশে থাকবো।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. হেলাল উদ্দিন মিয়াজী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. সৈয়দ আহম্মদ খসরু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ মুন্সি, আওয়ামী লীগ নেতা আশ্রাফ উদ্দিন পাটওয়ারী দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা যাছাই-বাছাই কমিটির সদস্য আহমদ উল্যাহ রতন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহকারী কমান্ডার আবুল কালাম, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমুখ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সভাপতি মো. মজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চুন্নুর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. সফিকুর রহমান মীর, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন গাজী, জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের সদস্য মো. বিল্লাল হোসেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সি মোহাম্মদ মনির, সাধারণ সম্পাদক খাজা সাফিউল বাসার রুজমন, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ প্রমুখ।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ৪: ০৩ এএম, ৯ এপ্রিল ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply