চাঁদপুর

চাঁদপুর জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন ভাবনা, এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ে উঠান বৈঠক মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক বলেন, এসময় তিনি বলেন, ‘নারীদের সাবলম্বী করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। নারীদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারি এ সকল সুবিধা ভোগ করার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট অফিসের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। সরকার নারীদের সর্বক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠা করছেন।’

তিনি আরো বলেন, ‘মাদক, ইভটিজিং, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। দেশের উন্নয়নের জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। সরকারি প্রতিটি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ জনগণের সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আগে সরকারি প্রতিষ্ঠানগুলোতে মানুষ যেতে ভয় পেত। কিন্তু বর্তমান সরকার জনগণের সেবার জন্য কর্মকর্তাদের তাগিদ দিয়েছেন তারা যেন জনগণের সেবা নিশ্চিত করে। জনগণের অধিকার পাওয়ার জন্য সরকার তথ্য অধিকার আইন বাস্তবায়ন করেছে। আপনারা সবাই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সেবার জন্য যাবেন আপনাদের সেবা নিশ্চিত করবেন।’

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সাইফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনির হোসেন, শিক্ষক তোফায়েল আহম্মেদ, একেএম নুরুল ইসলাম, আলাউদ্দিন খান।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

About The Author

প্রতিবেদক- আনোয়ারুল হক
Share