চাঁদপুর জেলা জিয়া মঞ্চের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সভা

চাঁদপুর জেলা জিয়া মঞ্চের উদ্যোগে ব্যাপক আয়োজনে গৌরবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চাঁদপুর জেলা শহরের পুরান বাজার লোহার পোল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুর জেলা জিয়া মঞ্চের আহবায়ক হাজী আক্তার হোসেন গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: হুমায়ুন কবির বেপারীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জিয়া জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মো: ফয়েজ আহমেদ রানা, নাসির উদ্দিন, মফিজুল ইসলাম, কচুয়া উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মো : আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক ডা: মো: কামাল
উদ্দিন, যুগ্ম আহবায়ক হাজী মো: বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক , হাজী মো: আলমগীর হোসেন, মোঃ মোস্তাক আহমেদ, কচুয়া পৌর জিয়া মঞ্চের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মো: আমিরুল ইসহাক ইমন , হাজীগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মাসুদ করিম, পাথৈর ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক দুধ মিয়া প্রধান, যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, আবুল বাসার সরকার ও সদস্য সচিব ইসহাক সহ আরো অনেকে ।

এ মময় জেলার বিভিন্ন উপজেলার জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে চাঁদপুরে জেলা জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মো :ফয়েজ আহমেদ রানার নেতৃত্ব কচুয়া থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী যোগদান করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৩ অক্টোবর ২০২৫