Home / চাঁদপুর / চাঁদপুর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জামায়াতের

চাঁদপুর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিরাট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারি বিকেল বাদ আসর চাঁদপুর শহরের বাইতুল আমিন জামে মসজিদের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা দক্ষিন জেলার সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মাওলানা আবদুর রহীম পাটওয়ারী। পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া। বক্তব্য রাখেন, জেলা সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, শহর আমীর এডভোকেট মোঃ শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। পরে বিরাট বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে বায়তুল আমিন চত্তরে এসে সমাপ্ত হয়।

চাঁদপুর প্রতিনিধি/১৮ ফেব্রুয়ারি ২০২৫