চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য নাদিম পাটওয়ারীর মরহুম পিতার রুহের মাগফিরাত কামনায় চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ বাইতুল কাদের জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গতকাল ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ বাগরিব উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাইতুূল কাদের জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল কাদের।

উল্লেখ্য, চাঁদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য নাদিম পাটওয়ারীর পিতা চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব লোদেরগাঁও গ্রামের আবু তৈয়ব পাটওয়ারী (৬৫) গত ৩০ নভেম্বর রাত ৮ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

নিজস্ব প্রতিবেদক, ৫ ডিসেম্বর ২০২৪

Share