চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ঈমান গাজী ও শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহরিয়ার কে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
২৫ জানুয়ারি সোমবার সকালে শহরের কালিবাড়ী গুয়াখোলা রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করেন চাঁদপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতার হওয়া ঈমান গাজী শহরের গুয়াখোলা এলাকার মৃত আবুল খায়ের গাজীর ছেলে এবং শাহরিয়ার একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, উভয় আসামী ২০১৮ সালের রাজনৈতিক মামলার পরোয়ানাভুক্ত আসামী। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, শাহরিয়ার সকালে বাসা থেকে বের হয়ে বড় স্টেশন মাছঘাটে মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচনের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেন।
ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করায় তাৎক্ষনিক সহকর্মী নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হানিফ।
স্টাফ করেসপন্ডেট,২৫ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur