Home / চাঁদপুর / চাঁদপুর জেলা ছাত্রদলের দোয়া ও শোক সভা
চাঁদপুর জেলা ছাত্রদলের দোয়া ও শোক সভা

চাঁদপুর জেলা ছাত্রদলের দোয়া ও শোক সভা

পুলিশের গুলিতে নিহত ছাত্রনেতা তাজুল ইসলাম রতনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও শোক সভা শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ মাঝির সভাপতিত্ব এবং যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মতিনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, কাজী গোলাম মোস্তফা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমাম এইচ গাজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক এইচএম ইসমাইল পাটওয়ারী, চাঁদপুর সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ উল্যাহ খান, চাঁদপুর সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিল, মরহুম তাজুল ইসলাম রতনের ছোট ভাই মনিরুল ইসলাম পাটওয়ারীসহ জেলা, সদর, পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। শোক সভার পূর্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. ছাব্বির হোসেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ ডিসেম্বর জেএম সেনগুপ্ত রোডে ১০টায় ১৮ দলীয় জোটের মিছিল পুলিশ পেছন থেকে গুলি করে। এসময় কলেজ ছাত্রদল নেতা তাজুল ইসলাম রতন, শিবির কর্মী মনোয়ার জাওয়াত সিয়াম মোস্তান নিহত হয়। ওইদিন প্রায় ৩০ নেতা কর্মী গুরুতর আহত হয়।

প্রতিবেদক- আশিক বিন রহিম : আপডেট, বাংলাদেশ সময় ১২:৪০ এএম, ৪ ডিসেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply