চাঁদপুর

চাঁদপুর জেলা ছাত্রদলের ইফতার মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুর জেলা ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জেলা ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়া ছাত্রবাসে দোয়া ও মিলাদ পূর্বে আলোচনাসভায় জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেমদ বাহারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. আ. মতিন, আবু সায়েম মিয়াজী, জিয়াউল মাওলা কচি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চুসহ জেলা ছাত্রদল, শহর ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় বক্তরা বলেন, ছাত্রদল ছাত্রদলের গতিতেই চলবে। এখানে কারো কথা চলবে না। বিএনপির দুঃসময়ে ছাত্রদলের ভূমিকা ছিলো অগ্রণী। বর্তমান জালিম সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলছে, আগামীতে চলবে। ছাত্রদল ক্ষমতায় আসার জন্য আন্দোলন করে না। দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবার জন্যেই আন্দোলন করে। সারাদেশে প্রায় ৫০ হাজার নেতা-কর্মী বর্তমানে কারাগারে মানবেতর জীবন যাপন করছে। আজকের ইফতার মাহফিলের মাধ্যমে ছাত্রদল এগিয়ে যাবে এই কামনা।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন শহীদ জিয়া ছাত্রাবাস জামে মসজিদের খতিব মাও. তোয়াহা।

আপডেট :   বাংলাদেশ সময় : ১২ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ২৬ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ১০:০৩ অপরাহ্ন

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share