বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকীতে চাঁদপুর জেলা ছাত্রদলের মিলাদ মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকেলে শহরের জিয়া ছাত্রবাসে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত দোয়া ও মিলাদপূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ বাহার।
চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা সামছুল আরেফিন, জুলহাস আহম্মেদ জুয়েল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমান এইচ গাজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক এইচ এম ইসমাইল পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান সোহাগ, সাধারণ সমপাদক মেহেদী হাসান শাকিল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. সোহেল রানা, জিয়া ছাত্রবাস ছাত্রদলের সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক ওমর পাটওয়ারী প্রমুখ।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়।
আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১০:৪০ পিএম, ২ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur