Home / চাঁদপুর / চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে প্রার্থী হলেন রির্টানিং কর্মকর্তা
ক্রীড়া

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে প্রার্থী হলেন রির্টানিং কর্মকর্তা

চাঁদপুরে আগামি ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। ১২ এপ্রিল মঙ্গলবার নির্বাচনে ৩২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নীং কর্মকর্তা জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম একটি প্যানেলে সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এছাড়া তিনি নিজে ঐ প্যানেলের কাগজে রিটার্নীং অফিসার হিসেবে সীল ও স্বাক্ষর প্রদান করেন।

তবে রিটার্নীং অফিসার হিসেবে দায়িত্বে থেকে কোন পদে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ ব্যপারে রির্টানিং কর্মকর্তা জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম জানান,সরকারি কর্মকর্তা হিসেবে সদস্য পদে আমি একটি প্যানেলে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। সরকারি কর্মকর্তা হিসেবে আমি প্রার্থী হতে পারি।

ক্রীড়া

এ ব্যপারে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানান, রির্টানিং অফিসার হিসেবে দায়িত্বে থেকে কোন পদে প্রার্থী হতে পারবেন না। তিনি তো নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন। তিনি কিভাবে প্রার্থী হবেন। আমি বিষয়টি জানলাম। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

এ ঘটনায় জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনকে সামনে রেখে রির্টানিং অফিসারের প্রার্থী হওয়ায় ক্রীড়াঙ্গন ও ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১২ এপ্রিল ২০২২