চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো আমিনুল ইসলাম এনডিসি গত ১৯ জানুয়ারি স্বাক্ষরিত পত্রে নতুন আহবায়ক কমিটি অনুমোদন করেন।
জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত ৭ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হলেন পদাধিকার বলে জেলা প্রশাসক, চাঁদপুর। কমিটির সদস্যরা হলেন; শরীফ মোহাম্মদ আশরাফুল হক (ক্রীড়া অনুরাগী), মোঃ জয়নাল আবেদীন (সাবেক খেলোয়াড়), সৈয়দ শামিম আকতার ফারুকী (কোচ), মোঃ মহিউদ্দিন (ছাত্র প্রতিনিধি) ও মুহাম্মদ সালাউদ্দিন খান (ক্রীড়া সাংবাদিক)। সদস্য সচিব হলেন পদাধিকার বলে জেলা ক্রীড়া কর্মকর্তা।
চাঁদপুর জেলা প্রশাসক বরাবর প্রেরিত পত্রে উল্লেখ করা হয়; জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা ২(১৫) এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ৮-এর বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার একটি আহ্বায়ক কমিটি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়। জাতীয় ক্রীড়া সংস্থার এ পরিপত্রের মাধ্যমে পূর্বের কমিটির অস্থিত্ব খুঁজে পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার,২০ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur