চাঁদপুর জেলা কিন্টারগার্টেন এসোশিয়েসনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ কিন্টারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এরমধ্যে রয়েছে চাঁদপুর সদরের ডিএন (দ্বারকা নাথ) উচ্চ বিদ্যালয় ও হাজিগঞ্জ উপজেলার বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র।

বৃত্তি পরীক্ষায় চাঁদপুর জেলার বিভিন্ন কিন্টার গার্টেনের সর্বমোট প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ১২০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এদিকে শনিবার সকালে বৃত্তি পরীক্ষা চলকালীন বিভিন্ন হল পরিদর্শন করেন, চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মানসুর আহমেদ ও মোঃ মজিবুর রহমান সহ বিভিন্ন শিক্ষা কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, পরীক্ষা কমিটির চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, পরীক্ষার নিয়ন্ত্রক শেখ মোঃ হারুনুর রশিদ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সোহরাব হোসেন, পরীক্ষা কমিটির উপদেষ্টা ফজলুল করিম বাসেদ, পরীক্ষা সচিব মোঃ মনিরুল ইসলাম, প্রধান সমন্বয়কারী বাবুল চন্দ্র দে, চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি ফয়েজ আহমেদ, কেন্দ্র সচিব আমিনুল ইসলাম, হল সুপার মোহাম্মদ হোসেন, কেন্দ্র সমন্বয়কারী আব্দুল আজিজ, নিয়াজ মোর্শেদ, আইয়ুব আলী, দিলীপ সাহা, ফারহানা আক্তার, কেন্দ্র পর্যবেক্ষক ফারুক আহমেদ, হাজীগঞ্জ কেন্দ্রের সভাপতি বিল্লাল হোসেন, কেন্দ্র সচিব রবিউল হোসেন, আমজাদ আলী শিশু একাডেমির পরিচালক নুরুল ইসলাম চৌধুরীসহ চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১০ ডিসেম্বর ২০২২

Share