করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে বেশ কিছু কারাবন্দীদের মুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে চাঁদপুর জেলা কারাগার থেকে রোববার প্রথম দফায় ৪ জন মুক্তি পেয়েছেন। কারা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
চাঁদপুর জেলা কারাগার থেকেও বিভিন্ন পর্যায়ের সাজাপ্রাপ্তদের মুক্তির জন্য ১৪০ কারাবন্দীর তালিকা প্রস্তুত করা হয়েছে। যা এরইমধ্যে কারা অধিদফতরে পাঠিয়েছে সংশ্লিষ্টরা। ফলে তালিকা অনুযায়ী ১৪০ কারাবন্দী মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন।
২৬ এপ্রিল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া।
চাঁদপুর করেসপন্ডেট,৫ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur