Home / চাঁদপুর / কমিউনিটি পুলিশিংয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকল্পে মতবিনিময়সভা
কমিউনিটি পুলিশিংয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকল্পে মতবিনিময়সভা
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শামসুন্নাহার।

কমিউনিটি পুলিশিংয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকল্পে মতবিনিময়সভা

আশিক বিন রহিম | আপডেট: ০৯:২২ অপরাহ্ণ, ২৪ আগস্ট ২০১৫, সোমবার

চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের ১৬তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শামসুন্নাহার। তিনি এ সময় বলেন, “সুন্দর এবং চমৎকার একটি অনুষ্ঠান করার লক্ষ্যে সকল উপ-কমিটিগুলো সর্বশেষ প্রস্তুতি আগামি ৭ দিনের মধ্যে আমাদের জানাবেন। আমরা চাঁদপুরবাসীর পক্ষ থেকে আইজিপি স্যারকে একটি সুন্দর আয়োজন উপহার দিতে চাই।”

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান গণি পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহম্মেদ, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সি ফুট করর্পোরেশনের চেয়ারম্যান শাহীদুর রহমান চৌধুরী, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি জিএম শাহাবুদ্দিন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী প্রমুখ।

এসময় জেলা কমিউনিটি পুলিশের সাবেক সভাপতি ডা. এ কিউ রুহুল আমিন, সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম সবুজ, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রোটা. জামাল হোসেন, চেম্বার অব কমার্সের পরিচালক তমাল কুমার ঘোষসহ কমিউনিটি পুলিশিং ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫