চাঁদপুর জেলা এনজিও সমন্বয় কমিটির সভা মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, ‘সরকাররে আইনকানুন অনুযায়ী সকল কাজকর্ম করতে হবে। জেলা এনজিও সংস্থার অফিসগুলোতে সি সি টিভি ক্যামরায় আওতায় আনতে হবে। এনজিও ওয়েব পোর্টাল গুলো স্বচল রাখতে হবে। এনজিওগুলোর আয়ের উৎস কী, কাজ কী? সেদিকে সকলের নজরদারী রাখতে হবে।’
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাইয়ের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মেহাম্মদ আশরাফুজ্জামান, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবদিন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল মাসুদ , মতলব (দঃ) উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, এনজিও কমিটির সভাপতি রেজ্জাকুল আলম খান, সাধারন সম্পাদক সেলিম রেজা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক, ব্র্যাক প্রতিনিধি ফারুখ আহম্মেদ এনজিও প্রতিনিধি আমির হোসেন, সুমিদ চন্দ্র রায়, আশা প্রতিনিধি আমির হোসেন ওয়াই ডব্লিউ সি এ ’র সাধারন সম্পাদক পাপড়ি বর্মণ প্রমুখ
এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ এএম, ২০ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ