চাঁদপুর জেলা এনজিও ফেডারেশনের সভাপতি মো. রেজ্জাকুল হায়দার খোকন (৬৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। ৮ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ঢাকার শেখ রাসেল গ্যাসস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। রেজ্জাকুল হায়দার খোকন আমৃত্যু একজন নির্ভিক সমাজকর্মী হিসেবে নিজেকে বিলিয়ে দিয়েছেন।
চাঁদপুরে এনজিও কার্যক্রমের পথিকৃত রেজ্জাকুল হায়দার খোকন। তিনি তার সারাটি জীবন সাধারণ মানুষের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছেন। এলাকায় গরীব দুঃখী মানুষের পাশে থেকেছেন সবসময়। তিনি জেলার আলোচিত ‘আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশন’র উপদেষ্টা ছিলেন, তিনি ‘মোল্লাকান্দি যুব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। এছাড়াও তিনি রাজ্জাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। ২০০৩ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর জেলা এনজিও ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
রেজ্জাকুল হায়দার খোকন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৬নং চর ভৈরবী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যু কালে তিনি ২ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য গুনগাহী রেখে যান। তার মৃত্যুতে গীভর শোক প্রকাশ করেছেন আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মোতাহার হোসেন পাটওয়ারী। ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ। জেলা এনজিও ফেডারেশনের নেতৃবৃন্দুর পক্ষে সহ-সভাপতি মো. সালাউদ্দিন। এক শোক বার্তায় তারা উল্লেখ করেন- চাঁদপুর এনজিও কার্যক্রমের পথিকৃৎ রেজ্জাকুল হায়দার খোকন যিনি সারা জীবন সাধারণ মানুষের উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করেছেন। আমরা এনজিও কর্মীগণ তার বিদেহী আত্মার শান্তি কামনা ও আল্লাহর নিকট তার বেহেস্ত কামনা করছি।
৯ আগস্ট শুক্রবার বাদ জুমায় মালের হাট যুব সংঘ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মরহুমের জানাযায় নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযার নামাজ পড়ান টমটম ব্রিজ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন- জেলা এনজিও ফেডারেশনের উপদেষ্টা, আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মোতাহার হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদ, ঢাকা সিটি কর্পোরেশনের প্রকৌশলী মাহাবুবুল আলম বাবলু প্রমুখ।
স্টাফ রিপোর্টার, ৯ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur