Home / চাঁদপুর / নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি থাকবে না : জেলা প্রশাসক
Mazedur Rahman Khan..
চাঁদপুর জেলা প্রশাক মো. মাজেদুর রহমান খান (ফাইল ছবি)

নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি থাকবে না : জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান বলেছেন, ‘জাতীয় নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারি এবং তাদের অধীনস্থ যারা আছেন তাদের অনেক দায়িত্ব রয়েছে। বিভিন্ন সময় তাদেরকে ট্রেনিং এ ডাকা হবে। দায়িত্ব পালনের জন্য ছুটি থাকবে না। শুক্র ও শনিবারে কর্মস্থলে থাকতে হবে। নির্বাচনে যারা থাকবেন তাদের অধিকাংশ তথ্য আমরা সংগ্রহ করেছি। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সবার মেধা ও টেকনোলজিকে আরো কাজে লাগাতে হবে।’

রোববার (১৮ নভেম্বর) রোববার সকাল দশটায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অনুষ্ঠিত সভায় সভা প্রধানের বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সামনে আমাদের ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস এবং ৩০ ডিসেম্বর ১১তম জাতীয় নির্বাচন। জাতির জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন দুটি বিষয়। আমরা যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করব।জাতীয় স্মৃতিসৌধে মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পরপরই দিবসের দিন ভোর ৬ টা-৩৫ মিনিটের সময় আমরা চাঁদপুরের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।’

তিনি বিভিন্ন দপ্তরের উন্নয়ন কাজের পর্যালোচনা করে বলেন,আমাদেরকে নতুন কিছু করে দেখাতে হবে। সাহস নিয়ে কাজ করলে কঠিন কাজও সহজে করা যায়। নতুন প্রযুক্তির ব্যবহার বাড়গানোর তাগিদ দিয়ে জেলা প্রশাসক সোলার বিদ্যুৎ,একটি বাড়ি,একটি খামার প্রকল্প,মাদক নিয়ন্ত্রণ দূঘটনা রোধে অ্যাপসের ব্যবহার বিষয়ে কথা বলেন এবং অন্যান্য আলোচিত বিষয়ে সিদ্ধান্ত নেন।

সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান বলেন, ‘আমি এ জেলায় নতুন কর্মকর্তা হিসেবে যোগদান করেছি। একাদশ জাতীয় নির্বাচনের ইতিমধ্যে সিডিউল ঘোষনা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ মনোনয়নপত্র সংগ্রহ করছে। সরকারি সকল কর্মকর্তা ও অন্য যারা আছেন, এ নির্বাচন সুষ্ঠু,সুন্দর,অবাধ এবং নিরপেক্ষ করার লক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবার সাহায্যে কামনা করেন।তিনি আশা করেন, সকলের সহযোগিতার মাধ্যমে এ নির্বাচন আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হব।’

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার শুরুতে গত মাসের সভার কার্যবিবরনী উপস্থাপন করেন এবং এর বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শওকত ওসমান। বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন। পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিম সুপার সদর সার্কেল মোঃ জাহিদ পারভেজ চৌধুরী জেলা পরিষদ সচিব মোহাম্মদ মিজানুর রহমান,স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন নাহার চৌধুরী,সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুজ্জামান, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডেট এএসএম আজিম উদ্দিন,এনএসআই ,চাঁদপুর এর ডিডি এবিএম ফারুক,জেলা রেজিষ্টার মোঃ সেলিম মল্লিকসহ কমিটির সদস্য বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি দপ্তরের প্রধান এবং প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।

উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু,ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের ডিডি ডাঃ মোঃ ইলিয়াছ,জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা কেবিএম জাকির হোসেন,জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান ,জেলা মাদকদ্রব্র নিয়ন্ত্রণ অফিস এর সহকারি পরিচালক মুহাম্মদ খালেদুল করিম,চাঁদপুর-৩ আসনের এমপি প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু প্রমুখ।

স্টাফ করেসপন্ডেট