Home / চাঁদপুর / চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা
Unnoyon sommelon

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা ২১ জানুয়ারি রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাসুদ হোসেন।

শুরুতে বিগত মাসের কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. মঈনুল হাসান।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাসুদ হোসেন তার বক্তব্যে বলেন, চাঁদপুরে সড়ক, জনপথ ও এলজিইডি বিভাগের যেসকল রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে তা আগামী ১৫-২০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তাই কাজ চলমান অবস্থায় শহরবাসীকে কিছুটা কষ্ট সহ্য করতে হবে। রাস্তাগুলোর সংস্কার শেষ হলে শহরের যানজট অনেকটাই কমে আসবে।

আগামী জাটকা রক্ষা বিষয়ে তিনি বলেন, নদীতে কারেন্ট জাল ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে কোস্টগার্ড, নৌ-পুলিশসহ সকলকে এগিয়ে আসতে হবে। কোনো অসাধু জেলে যাতে কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে।

শীতকালিন ওয়াজ মাহফিলের বিষয়ে তিনি বলেন, জেলা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের অনুমতি ছাড়া কোথাও কোনো ওয়াজ মাহফিলের আয়োজন করা যাবে না। এ বিষয়ে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ইনচার্জরা ব্যবস্থা নিবেন। এছাড়া প্রতিটি মসজিদে জুম্মার খুতবায় মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে সচেতন মূলক বয়ান রাখতে হবে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়।

জেলার বিভিন্ন উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, আমাদের জেলা ও উপজেলা ভিক্তিক সরকারি অনেক উন্নয়ন কাজ হয়েছে। সেগুলো জনগণের কাছে দৃশ্যমান করার জন্য ওয়ার্ড ভিক্তিক ডকুমেন্টারীর মাধ্যমে তুলে ধরতে হবে।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত¡বধায়ক ডা. হোসনে আরা বেগম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ সফিকুল ইসলাম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএ মতিন মিয়া, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনডিসি মাইনুল হক, জেলা নির্বাচন অফিসার মো. নুরুল আলম।

এসময় আরো বক্তব্য রাখেন, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. ইউনুছ ফারুকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বেশাখী বড়–য়া, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ মাহফুজুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভিষেক দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলিয়াস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইনপেক্টর তাজুল ইসলাম। এসময় উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসমতিক্রমে বিভিন্ন বিষয়ে সিদ্বান্ত নেয়া হয়।

প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ