Home / চাঁদপুর / চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁদপুরে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা রোববার (২১ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

সভায় বিগত মাসের কার্যবিবরণী পাঠন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই। সভায় স্ব স্ব বিভাগের বিভিন্ন দিকের বর্তমান অবস্থান তুলে ধরে কর্মকর্তাগণ।

ডিজিটাল বাংলাদেশ গঠন ও রূপকল্পে-২০২১ বাস্তবায়নে বলেন, বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে রূপকল্প ২০২১ অর্জনের লক্ষে সকল বিভাগের সেবা প্রদান কার্যক্রম দ্রুত করতে হবে। জনসেবা জনগনের দৌড়গোড়ায় পৌছে দেওয়ার জন্য অনলাই ভিত্তিক কার্যক্রম চালু এবং অফিসের যাবতীয় কার্যক্রম ডিজিটালাইজ করার বিষয়ে স্ব স্ব বিভাগের কর্মকর্তাগণকে নির্দেশ দেন।

ইউডিসি কার্যক্রম সংক্রন্ত প্রসঙ্গে বলেন, ২০০৯ সাল থেকে ইউডিসি কার্যক্রম চালু করা হয়েছে। বিভিন্ন দপ্তর ইউডিসি কে সাহায্য করছে। যে সকল বিভাগীয় কর্মকর্তারা মাঠ পর্যায় অফিস রয়েছে তারা বিভিন্ন কাজকর্মে ইউডিসির সাহায্য নিতে পারেন। ইউডিসিতে কম খরচে ভালো সেবা পাওয়া যায়। বর্তমানে চাঁদপুর জেলার সকল ইউডিসি এর কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে। তিনি সকল বিভাগীয় প্রধানগণকে ইউডিসি এর মাধ্যমে বিভিন্ন সেবা গ্রহণ করার অনুরোধ জানান।

জেলা পরিষদ প্রসঙ্গে বলেন, ২০১৬-১৭ অর্থ বছরের জেলা পরিষদের বাস্তবায়নাধীন রাজস্ব খাতে প্রাপ্ত বরাদ্দ প্রকল্পের সংখ্যা ১২৪ টি। এর মধ্যে ৯৬ টি প্রকল্পের কাজ ৫০ ভাগের নিচে চলমান রয়েছে। ২৮টি প্রকল্পের কাজ ৫০ ভাগের উপরে চলমান রয়েছে। এডিপি সাধারণ খাতে প্রাপ্ত বরাদ্দ প্রকল্পের সংখ্যা ৩২৭ টি। এর মধ্যে ২৬৫ টি প্রকল্পের কাজ ৫০ ভাগের নিচে চলমান রয়েছে। ৬২টি প্রকল্পের কাজ ৫০ ভাগের উপরে চলমান রয়েছে।

এসময় বক্তব্য রাখেন, জেলা প্ররিষদের প্রধান নির্বাহী আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধ ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা কৃষি অফিসার আলী আহম্মদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান, জেলা মৎস্য অফিসার মো. সফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মো. কবির উদ্দিন, জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাসম, বিআইডব্লিউটিএ মো. মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার মো. নূরুল হক সহ সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ২১ মে ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply