চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আবদুল মান্নান মিয়াজী আর নেই। তিনি শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ৭ টা ৫০ মিনিটে নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের উত্তর ইচলী গ্রামের মিয়াজী বাড়িতে ইন্তেকাল করেন।
তার নিকটাত্মীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে কিছুদিন থেকে বাড়িতে অসুস্থ অবস্থায় ছিলেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর এবং ২ ছেলে ৪ মেয়ে রেখে যান।
তার মৃত্যুতে স্থানীয় সুধিমহলসহ অনেকেই শোক জানিয়েছেন।
মুঠোফোনে চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টি সহ-সভাপতি মাও. জাকির হোসেন হিরু ‘চাঁদপুর টাইমসকে’ জানান, আবদুল মান্নান মিয়াজী মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর সদরের বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রধান শিক্ষক ছিলেন। তিনি একটি রাজনৈতিক দলের নেতা হলেও শিক্ষকতা পেশায় কখনো রাজনৈতিক পরিচয় অগ্রাধিকার দেননি। তার মৃত্যুতে বাগাদী স্কুলসহ বাগাদী ইউনিয়নবাসী একজন অভিভাবক হারালো’
তাঁর পরিচালনাধীন উত্তর ইচলী বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাও. মাহমুদুল হাসান সালেহী চাঁদপুর টাইমসকে জানান, ব্যক্তিগত জীবনে তিনি একজন রাজনীতিবিদ হলেও কর্মজীবনে সদা-সাবলীল মানুষ ছিলেন, আমি তার মাগফেরাতের জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া কামনা করছি’
শনিবার সকাল ১১টায় তাঁর নিজ বাড়িতে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
দেলোয়ার হোসাইন
।। আপডেট : ১০:৫২ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
ডিএইচ