বাংলাদেশ আওয়ামীলীগের এাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ‘যারা মসজিদ মন্দির গির্জা গোরস্তান বা শ্মশানের জায়গা দখল করে তারা মানবতার শত্রু সভ্যতার শত্রু। তারা কখনই মানব জাতির বন্ধু হতে পারেনা।’
শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে পুরাণবাজার দোল মন্দিরে বেদবানী সংঘ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
৭১ রে মহান মুক্তিযোদ্ধে পাকবাহিনী যখন নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিলো তখন কোন ধর্ম-বর্ণ ছিলোনা। তখন ছিলো তুমিকে আমি কে বাঙালি-বাঙালি। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই স্লোগান বুকে ধারণকরে ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি কাঙ্খিত স্বাধীনতা।
সুজিত রায় নন্দী আরো বলেন, আমাদের শত কষ্টে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করতে অশুভ শক্তি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরকে কোন মতই ছাড় দেয়া যাবেনা। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে বিজীয় করতে হবে।
জেলা জন্মাষ্টমী কমিটির সভাপতি গোপল চন্দ্র সাহার সভাপতিত্বে ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক গৌতম কুমার পোদ্দারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার আঃ রব ভুইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মিজি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক সালাহ উদ্দিন বাবর,
পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ দেবাশীষ কর মধু, জেলা সেচ্ছাস্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস. এম জয়নাল আবেদীন, যুগ্ন-আহবায়ক এমএ হাসান লিটন, ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. আতাউর রহমান পাটওয়ারী,
জেলা ছাএলীগের সাধারন সম্পাদক পারভেজ করিম বাবু, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক শেখ শরিফ আহমেদ, মাইনুল ইসলাম মনির, কাফরুল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নয়ন, সেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর মেম্বার, খোরশেদ হাওলাদার, সুজন সরকার, পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী কার্তিক সাহা, প্রবাস সাহা, লক্ষন সাহা প্রমুখ।
প্রতিবেদক- আশিক বিন রহিম
১৬ সেপ্টেম্বর, ২০১৮