আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামীগের সাথে জেলা স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল।
তিনি বলেন ,‘চাঁদপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন যেই পাক আমরা নৌকার পক্ষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কারন আমাদের একটিই লক্ষ্যে নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো এদেশের প্রধানমন্ত্রী করা। বিশেষ করে এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে স্বেচ্ছাসেবক লীগের কাজ হলো মানুষের সেবা করা। মানুষের ঘরে ঘরে গিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো তুলে ধরা। ’
তিনি আরো বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের আগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।’
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলহাজ এস এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক এম এ হাসান লিটনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ বিল্লাল আখন্দ,দপ্তর সম্পাদক শাহ আলম মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল,সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা বাবু,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম -আহ্বায়ক মজিবুর রহমান, সদর উপজেলার আহ্বায়ক সফিকুল ইসলাম গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ শরীফ আহমেদ, যুগ্ম -আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, ফারুক ফরাজী,স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন পাটোয়ারীসহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।’
আলোচনা সভা শেষে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।
এতে কাকন পাটোয়ারীকে আহ্বায়ক, খোকন হাওলাদারকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং মিজানুর রহমান ও কামাল ভূইয়াকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।
আশিক বিনন রহিম
১০ নভেম্বর , ২০১৮ শনিবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur