চাঁদপুর জেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আব্দুর রব ভূঁইয়া, আব্দুর রশীদ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশীদ সাগর, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লার হোসেন মজুমদার, সদস্য রফিকুল্লাহ কোম্পানি, গাজী মাঈনুদ্দিন, আলহাজ বেলায়াত হোসেন গাজী বিল্লাল, অ্যাড. বদিউজ্জামান কিরণ, আবু সাহেদ সরকার, বিএসএম কবির আহমেদসহ কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হল- দলের বিরুদ্ধে জেল, থান, পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের যেসব নেতৃবৃন্দ দলের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বাস্থ্যবিধি মেনে পালন করার সিদ্ধান্ত হয়।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৮ ফেব্রুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur