৪৬তম আন্ত.স্কুল ও মাদ্রাসার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে টুর্নামেন্টে চাঁদপুর জেলা অঞ্চলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মতলব দক্ষিণ উপজেলাকে মতলব জেবি পাইলট স্কুল ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে চাঁদপুর স্টেডিয়ামে ফাইনালে মতলব দক্ষিণ উপজেলার মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সকালে টসে জয়লাভ করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের দলপতি মেহেদী হাসান ব্যাটিং এর স্বিদ্ধান্ত নেন।
প্রথমে ব্যাটিং করে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৮ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে। প্রতিপক্ষকে ১০০ রানের চ্যালিঞ্জিং স্কোর দার করিয়ে দেন।
১০০ রানের জবাবে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় ৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৯ রান করতে সক্ষম হয়। খেলার শুরুতেই ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের মারাত্মক ধরনের বোলিং তোপের মুখে পড়েন মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যাটসম্যানরা।
তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। যার ফরে তাদের সামনে দার করানো বিশাল স্কোরের রান তারা করে আর খেলায় ফিরা সম্ভব হয়নি। খেলায় ৪০ রানের জয় পেয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়। ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের এটি ছিলো ক্রিকেটে জেলা পর্যায়ে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার প্রথম সুনাম অর্জন করেছে। ফাইনাল খেলার আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন, মাসুদিুর রহমান মাসুম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের লিটন কান্তি দাস।
এরপূর্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু সালেহ।
এসময় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন পাটোয়ারী, ক্রিড়া শিক্ষক মনজিল হোসেন মাস্টার,টুর্ণামেন্টের সার্বিক দায়িত্বে থাকা আবু ওয়াহিদুর রহমান লাবু, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেনজির আহম্মেদ,ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য কামাল হোসেন খান, মোঃ সোহরাব হোসেন, মোঃ বদিউল আলম, চাঁদপুরের ডিএন হাইস্কুলের ক্রীড়া শিক্ষক সাইমুল ইসলাম, ক্রিড়া শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ক্রিড়া সংগঠক মোঃ শরীফুল ইসলাম , মোঃ শাহিন আলমসহ অন্যান্য নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
।। আপডটে, বাংলাদশে সময় ৩ : ৩০ এএম, ৪ জানুয়ারি ২০১৭ বুধবার
ডিএইচ